মঙ্গল গ্রহে যে অভিযান গুলো ব্যর্থ হয়েছিল। জানলে অবাক হবেন।





  • আজ আমরা জানবো রোবট সম্পর্কে। তবে হ্য এই রোবট কিন্তু সাধারণ কোন রোবট নয়। এগুলো হলো মঙ্গল গ্রহে অভিযান চালানোর জন্য যে রোবটিক যান পাঠানো হয়েছিল আমি সেই রোবটের কথা বলছি। 

তো  কথা না বাড়িয়ে আসুন আমরা মুল  আলোচনায় চলে যাই। 
প্রথমেই বলছি " বিগল ২ " এর কথা

বিগল ২  

  •  বৃটেনের প্রেরিত, বিগল২,  ২৫শে ডিসেম্বর ২০০৩ সালে এটি মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছায়। এবং সফলভাবে মঙ্গলপৃষ্ঠে অবতরণ করে। 
এবং তারপর ই শুরু হয় গোলমাল। 

বিগল ২,, পৃথিবীতে কোন বার্তা বা কোন তথ্য পাঠাতে পারেনি। বহুদিন ধরে অজানা ছিল মানুষের কাছে, বিগল ২ এর রহস্য। 
আসলে কি ঘটেছিল, বিগল ২ এর ভাগ্যে? 
আসলে পরবর্তীতে অন্য একটি রোবটের তোলা  ছবি দেখে বোঝা যায়, বিগল ২ অবতরণ করার পরে সোলার প্যানেল ঠিক মতো খোলেনি  যার ফলে, খুব গুরুত্বপূর্ণ একটা রেডিও এন্টেনার কার্যক্রম বাধা গ্রস্ত হয়, যেটার মাধ্যমে পৃথিবীতে   বার্তা পাঠানোর কথা ছিল। এ কারণেই সম্ভবত পৃথিবীর সাথে আর বিগল ২ এর যোগাযোগ সম্ভব  হয়নি। 

শিয়াপারেন্সি  

  • শিয়াপারেন্সি"
ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থা ২০১৬ সালের ১৬ অক্টোবর তারিখে, থ্রাষ্টার এবং প্যারাসুট এর মিস্রণ কৃত জটিল প্রযুক্তি সম্পন্ন রোবটিক যান, শিয়াপারেন্সি, মঙ্গল গ্রহে অবতরণের চেষ্টা করে । 

তবে তাদের পরিকল্পনা অবশেষে  ব্যর্থ হয়। 
২৫০ মিলিয়ন ডলারের নভোযানটি ৫০ কোটি কিলোমিটার দীর্ঘ পথ পারি দিয়ে অবশেষে তীরে এসে তরী ডোবে। 
নভোযান টির প্যারাসুট বিচ্ছিন্ন হয়ে যায়। ঘন্টায় ৫৪০ কিলোমিটার গতিবেগে মঙ্গল পৃষ্ঠে আছরে পড়ে ভূপাতিত হয়। ফলে, শিয়াপারেন্সির,  সলিল সমাধি ঘটে। 

ফোবোস গ্রান্ট
 
  • ফোবোস গ্রান্ট "
২০১১ সালের ৮ নভেম্বর রাশিয়া উৎক্ষেপন করে নভোযান, ফোবোস গ্রান্ট,। 
 উৎক্ষেপনের কিছুক্ষণ পরই যানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। 
ফলে যানটি পৃথিবীর কক্ষ পথই পাড়ি দিতে পারেনি। তারপর  ঘুরেফিরে ২ মাস পরে নভোযানটি পৃথিবীতে ভূপাতিত হয় । 

আজ তাহলে এ পর্যন্তই।   ভালো থাকবেন সবাই,,, আল্লাহ্ হাফেজ।     



বিঃদ্রঃ- আমার লেখা এবং তথ্য গুলোতে যদি কোন প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে, তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই আপনাদের ভালো লাগা, না লাগা , পরামর্শ এবং আমার ভুল গুলো  কমেন্ট করে জানাবেন,, ধন্যবাদ সবাইকে।




মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ