বিদেশে যাওয়ার মেডিকেল চেক-আপ। জেনে নিন সকল তথ্য।




বিদেশে কাজ করার উদ্দেশ্যে যেতে চান?
আপনি কি মেডিকেল চেক-আপ করা নিয়ে টেনশনে আছেন? আসলে এখানে টেনশনের কিছু নেই, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি ।
আপনি যে দেশেই যান না কেন আপনাকে আগে মেডিকেল চেক-আপ করতে হবে। মেডিকেল রিপোর্ট যদি পজিটিভ হয় অর্থাৎ আপনি যদি শারীরিক ভাবে ফিট থাকেন সুস্থ থাকেন, তাহলেই মেডিকেল রিপোর্ট ভালো আসবে। আর তখনই আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন।

এখন আসি মুল বিষয়ে,, আমরা যারা বিদেশে কাজ এর জন্য যেতে চাই তারা একটা বিষয়ে টেনশনে থাকি সেটা হলো মেডিকেল চেক-আপ করা নিয়ে। মেডিকেল এ কি কি চেক-আপ করা হবে,, রিপোর্ট ভালো আসবে কিনা, কি কি সমস্যার কারণে আনফিট হতে পারি,,, ইত্যাদি।

তো আমি আপনাদের , আমার জীবন এ ঘটে গেছে, এরকমই একটা মেডিকেল চেক-আপ এর গল্প টা বলতে চাই,, চলুন তাহলে শুরু করি।

সব দেশের মেডিকেল চেক-আপ আসলে প্রায় একই রকম হয়ে থাকে, দেশ ভেদে দুই একটি টেষ্ট কম বেশি হয়ে থাকে, তো আমি এখানে সৌদি আরবের মেডিকেল কিভাবে করা হয় সেটা তুলে ধরবো।

আমি আসলে ওয়ার্ক ভিসায়, সৌদি আরব যেতে চেয়েছিলাম। তো আমি যে এজেন্সির মাধ্যমে যেতে চেয়েছিলাম, তাদের অফিস থেকে আমাকে বলে দিল মেডিকেল এর তারিখ। তারপর তারিখ মতো গেলাম এজেন্সি অফিসে, সেখানে তারা আমাকে একটা টোকেন বা এক টুকরো কাগজে লিখে দিল মেডিকেল এর নাম ঠিকানা।

আর আমাকে বললো আমি যখন মেডিকেল এ প্রবেশ করবো তার আগে একটা লাচ্ছি খাওয়ার জন্য,( জুসের মতো পাইপ দিয়ে খেতে হয়) আমি বললাম কেন লাচ্ছি খাওয়ার কি দরকার, বললো দরকার আছে রিপোর্ট ভালো আসবে।
তারপর চলে গেলাম ঠিকানা মতো, গিয়ে দেখি ছোট খাটো একটা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় মেডিকেল, আমি তো ভেবেছিলাম অনেক বড়সড় মেডিকেল হবে হয়তো,, তবে ছোট হলেও বেশ গোছানো ও পরিস্কার পরিচ্ছন্ন ছিল মেডিকেল টা।

  • কি কি টেষ্ট করলাম।
এজেন্সি থেকে আমাকে যে কাগজ পত্র দিয়েছিল সেগুলো মেডিকেল এর গেইট এ বসা একজন লোক জমা নিয়ে আমাকে একটা সিরিয়াল নাম্বার টোকেন ধরিয়ে দিয়ে বসতে বললো। আট দশজনের সিরিয়াল আছে আরকি,। বিশ পচিশ মিনিট পরে আমার ডাক পড়লো,কম্পিউটার এ নাম এন্ট্রি করে ছবি তুলে নিল,, তারপর মেডিকেল চেক-আপ এর ফি দিলাম, ৮৫০০ টাকা ।
বসে রইলাম সিরিয়াল এ, এক্স-রে করার জন্য, কিছুক্ষণ পরই আমার ডাক পড়লো।

তারপর চলে গেলাম এক্স-রে রুমে, এক্স-রে করার জন্য। শার্ট খুলতে বললো আমাকে, নিচে গেঞ্জি ছিল, বললো গেঞ্জি খোলার দরকার নেই। এক্স-রে হয়ে গেলে,,আবার বসে রইলাম সিরিয়াল এ, একটু পরে গেলাম রক্ত দিতে অন্য আরেকটি রুমে। আধা সিরিঞ্জ রক্ত নিলো, টেরই পেলাম না। আমার উচ্চতা এবং ওজন কতো তা মাপা হলো।

আমাকে একটা কাচের শিশি দিয়ে বললো প্রস্রাব আনতে, টয়লেট এ গিয়ে প্রস্রাব দিয়ে আসলাম।

সেখান থেকে চলে গেলাম আরেকটি রুমে, লজ্জার কোন কারণ নেই, সেখানে একজন লোক বসে আছে, তার কাজ হলো শুধু আপনাকে বিবস্ত্র অবস্থায় এক নজর দেখবে, আপনার জেন্ডার কি,এবং দেখবে আপনার চর্মরোগ বা ছোয়াচে জাতিয় কোন সমস্যা আছে কি-না।

কারণ হলো বিদেশে যারা কাজের জন্য যায়, তাদের কে এক সাথে এক রুমে অনেক জন থাকতে হয়, যদি কারো চর্মরোগ জাতিয় কোন ছোঁয়াচে রোগ থাকে তাহলে একজন থেকে অনেকেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
তবে সব দেশের মেডিকেল চেক-আপ এর বেলায় কিন্তু এই পরিক্ষা করা হয় না, সাধারণত আরব দেশ গুলোর জন্য এই পরিক্ষা করা হয়ে থাকে।

  • কি কি রোগ ধরা পড়লে আনফিট হয়।
অনেকের মনে প্রশ্ন থাকে যে,কি কি সমস্যা বা রোগ ধরা পড়লে আনফিট হতে হয়।
চলুন জেনে নেয়া যাক।

১ - এইচ আই ভি এইডস।

২-জন্ডিস।

৩- চর্মরোগ, বেশি পরিমাণে থাকলে।

৪ - হার্টের সমস্যা যদি থাকে।

৫- মহিলাদের বেলায় যদি গর্ভবতী থাকে।
এছাড়াও শাসকষ্টের সমস্যা থাকলেও আনফিট হতে পারেন।

মেডিকেল করার আগের প্রস্তুতি।
   
মেডিকেল চেক-আপ এর আগে কিভাবে প্রস্তুতি নিবেন?

আমার সবকিছু ঠিকঠাক ই ছিল, শুধু এক্স - রে তে ঠান্ডা ধরা পড়েছিল, কফ জমেছিল বুকে।
আমি তো অবাক হয়ে গেলাম, কারণ তখন আমার সর্দি কাশি কিচ্ছু ছিলোনা। তো যাই হোক, ঠান্ডার ওষুধ খেয়ে আমি আবার কয়েক দিন পরে মেডিকেল এ গিয়ে,, শুধু এক্স-রে করতে হলো। পরে রিপোর্ট অবশ্য ভালো এসেছিল। আমার পরামর্শ হলো চেক-আপ করতে যাওয়ার আগে সর্দি ঠান্ডার দিকে একটু খেয়াল করবেন।আর যদি ছোঁয়াচে জাতিয় কোন চর্মরোগ থাকে তাহলে অবশ্যই চিকিৎসা নিয়ে যাবেন।            

পরিশেষে বলবো,, হতাশ হওয়ার কিছু নেই, ধরুন আপনার একটা রোগ ধরা পড়লো, কোন সমস্যা নেই। রোগ থাকলে রোগের ওষুধও আছে।  মেডিকেলে আনফিট হলে, যে রোগের জন্য আনফিট হবেন,   ডাক্তার দেখিয়ে সেই রোগের   ওষুধ খেয়ে তারপর আবার মেডিকেল চেক-আপ করে, ফিট হয়ে বিদেশে যেতে পারবেন, কোন   সমস্যা নেই।   

আমি চেষ্টা করলাম মেডিকেল চেক-আপ এর বিষয় টা আপনাদের সহজ ভাবে বোঝাতে, সব খুটিনাটি বিষয় গুলো শেয়ার করলাম আপনাদের সাথে। যদি আমার লেখা আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলেই, আমি যে এতো কষ্ট করে লিখলাম তা সার্থক হবে।

তাহলে, সবার সু-সাস্থ কামনা করে, আজকের মত এখানেই শেষ করছি।



বিঃদ্রঃ- আমার লেখা এবং তথ্য গুলোতে যদি কোন প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে, তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই আপনাদের ভালো লাগা, না লাগা , পরামর্শ এবং আমার ভুল গুলো  কমেন্ট করে জানাবেন,, ধন্যবাদ সবাইকে।

" আল্লাহ হাফেজ "  

মন্তব্যসমূহ

  1. এ্যাজমা রোগী কি বিদেশ যেতে পারবে?

    উত্তরমুছুন
  2. আমি মেডিকেল দিচি সানওয়ে তেকে পিট আচে ওই মেডিকেল নাকি সৌদি এমবাসি সাতে এড নাই একন কি কর বো দয়া করে জানাবেন অনলাইন পিট দেকাই

    উত্তরমুছুন
  3. আচ্ছা ভাই লিঙ্গ যদি অনেক ছোট হয় তাইলে কি কোনো সমস্যা হয়।

    উত্তরমুছুন
  4. ভাই আমার ডান কানে খুব ভালো শুনি।কিন্তু বাম কানে সমস্যা। বাম কানে শুনতে পাই না।এখন আমি কি মেডিকেল এ ফিট হবে নাকি আনফিট।কানের সমস্যা ছাড়া আমার আর কোন সমস্যা নাই

    উত্তরমুছুন
  5. ভাই সৌদি যাওয়ার জন্য আমি মেডিকেল করছি একন আনফিট দেখাচ্ছে। এখন কি সৌদি যেতে পারবোনা।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ