মেঘনা নদী,, প্রশ্ন উত্তর পর্ব।









  • প্রশ্নঃ মেঘনা নদীর উৎপত্তি কোথায়?     
 উত্তরঃ আসামের মেঘালয় রাজ্যের বরাক নদী থেকে।                     
  •  প্রশ্নঃ মেঘনা নদীর দৈর্ঘ্য কত কিলোমিটা
  উত্তরঃ ১৫৬ কিলোমিটার।          
  • প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে গভীর নদী কোনটি?                            
উত্তরঃ মেঘনা নদী।  
  • প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত নদী কোনটি
 উত্তরঃ মেঘনা নদী।
  •  প্রশ্নঃ মেঘনা নদীর সর্বোচ্চ গভীরতা কত?                                      
 উত্তরঃ ১৬২০ ফুট।                     
  • প্রশ্নঃ মেঘনা নদীর     গড়  গভীরতা ক ত?                      
উত্তরঃ ১০১২ ফুট।          

বিদ্রঃ- মানুষ মাত্রই ভুল,, প্রিয় পাঠক ,, আমার লেখা এবং তথ্যে যদি কোন  ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই। 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ