এটিএম শামসুজ্জামান এর বিচিত্র জীবন।
- এটিএম শামসুজ্জামান বাংলার এক জনপ্রিয় অভিনেতার নাম।
পুরো নাম আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান।
জন্ম ও শিক্ষা জীবন-
এটিএম শামসুজ্জামান ১৯৪১ সালের ১০ ই সেপ্টেম্বরে বর্তমান নোয়াখালী জেলার দৌলতপুরে তার নানার বাড়িতে জন্ম গ্রহণ করেন। তার গ্রামের বাড়ি, লক্ষিপুর জেলার ভোলাকোটের বড় বাড়ি। তিনি ঢাকার দেবেন্দ্রনাথ দাস লেনে থাকতেন। স্কুল জীবন এ তার সাথী ছিলো আরেক জনপ্রিয় অভিনেতা প্রবীর মিত্র। ময়মনসিংহ সিটি কলেজিয়েট হাইস্কুল থেকে তিনি ম্যাট্রিক পাশ করেন।
এটিএম শামসুজ্জামান জগন্নাথ কলেজে পড়াশোনা করেন ।
পারিবারিক জীবন-
নাম করা উকিল নুরুজ্জামান ছিলেন তার পিতা, যিনি শেরে বাংলা এ কে ফজলুল হকের সঙ্গে রাজনীতি করেছেন। মায়ের নাম নুরুন্নেছা বেগম । ৫ ভাই ৩ বোনের মধ্যে এটিএম শামসুজ্জামান ছিলেন সবার বড়।
কর্মজীবন-
১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধূরির বিষকন্যা চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে এটিএম শামসুজ্জামান এর চলচ্চিত্র জীবন শুরু হয়।
অভিনেতা হিসেবে পর্দায় আগমন করেন ১৯৬৫ সালে। সুয়ো রানী দুয়ো রানী, বড় বউ, মলুয়া ইত্যাদি চলচ্চিত্রে তিনি ছোট ছোট ভুমিকায় অভিনয় করেন। ১৯৭৬ সালে পরিচালক আমজাদ হোসেনের, নয়ণ মনি চলচ্চিত্রে খল নায়ক হিসেবে অভিনয় করে ব্যপক সফলতা পান। তারপর তিনি অনেক ভালো ভালো ছবি উপহার দিয়েছেন দর্শক দের, জীবনের শেষ পর্যন্ত। তার জীবন সঙ্গী, রুনি জামান আর ৩ ছেলে ৩ মেয়ে রয়েছে।
এটিএম শামসুজ্জামান অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন।
এটিএম শামসুজ্জামান অভিনীত কয়েকটি উল্লেখ যোগ্য চলচ্চিত্রের তালিকা।
১- সুয়ো রানী দুয়ো রানী।
২- মলুয়া।
৩- ওরা ১১ জন।
৪- নয়ন মনি।
৫- লাঠিয়াল।
৬- গোলাপি এখন ট্রেনে।
৭- ছুটির ঘন্টা।
৮- সুর্য দিঘল বাড়ি।
৯- দায়ী কে।
১০- রামের সুমতি।
১১- জামাই শশুর।
১২- হাজার বছর ধরে।
১৩- মোল্লা বাড়ির বউ।
১৪- গেরিলা।
১৫- ডাক্তার বাড়ি।
১৬- মন বসেনা পড়ার টেবিলে।
১৭- আয়না।
১৮- স্বপ্নের নায়ক।
১৯- দোলনা।
২০- পদ্মা মেঘনা যমুনা।
এটিএম শামসুজ্জামান অভিনীত কয়েকটি নাটকের তালিকা।
১ - শিল বাড়ি।
২ - ভবের হাট।
৩- রঙের মানুষ।
৪ - বউ চুরি।
৫- নোয়াশাল।
৬- ঘর কুটুম।
৭ - শতবর্ষে দাদাজান, ইত্যাদি,,,,।
পুরস্কার ও সম্মাননা।
সম্মাননা হিসেবে পেয়েছেন, একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ৬ বার, পেয়েছেন আজীবন সম্মাননা, বাচসাস পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার উল্লেখ যোগ্য।
মৃত্যু।
২০২১ সালের ২০ এ ফেব্রুয়ারী ঢাকায় নিজ বাসভবনে কিংবদন্তি এই অভিনেতা শেষ নিশ্বাস ত্যাগ করেন।,,,,,,,,,,,
আজ তাহলে এ পর্যন্ত ই ভালো থাকবেন সবাই।
বিঃদ্রঃ- আমার লেখা এবং তথ্য গুলোতে যদি কোন প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে, তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই আপনাদের ভালো লাগা, না লাগা , পরামর্শ এবং আমার ভুল গুলো কমেন্ট করে জানাবেন,, ধন্যবাদ সবাইকে।
" আল্লাহ হাফেজ "
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন