স্মার্টফোন স্লো এবং গরম হওয়ার সমাধান।
আসসালামু আলাইকুম
আজকের বিষয়
স্মার্টফোন স্লো , হ্যাং এবং গরম হয় কেন ও এর প্রতিকার কি।
বর্তমানে স্মার্টফোন এর যুগে, যখন সবার হাতে হাতে স্মার্টফোন , তখন অনেক নামি দামি কোম্পানির স্মার্টফোনেও কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দেয়। এর মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যা টি হয়ে থাকে সেটা হলো, ফোন স্লো কাজ করা,হ্যাং করা এবং ফোন গরম হয়ে যাওয়া।
চলুন জেনে নেয়া যাক, এই সমস্যা গুলোর কয়েকটি সমাধান।
সমাধান ১
স্মার্টফোন স্লো কাজ করার জন্য যে সিস্টেম টা বেশি দায়ী
সেটা হলো, স্মার্টফোন এর অপারেটিং সিস্টেম।
আপনার স্মার্টফোন এর অপারেটিং সিস্টেম যদি আপডেট না থাকে, তাহলে কিন্তু ফোন টা স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
তাই অপারেটিং সিস্টেম আপডেট এলেই সঙ্গে সঙ্গে আপডেট করে নিবেন।
সমাধান ২
আমাদের সবার স্মার্টফোনেই কিন্তু মাঝে মধ্যে কিছু এপসে প্রবেশ করলে, এপসের পক্ষ থেকে অটোমেটিক ভাবে জানিয়ে দেয় যে,এপস টা কে আপডেট করে নিতে হবে। এর মানে হলো, এপস টাতে নতুন কিছু সংযোজন করা হয়েছে। যেমন, আমরা সবাই আগে যে, টু জি সিম কার্ড টা দিয়ে শুধু অডিও কল আর টেক্সট মেসেজ করতে পারতাম। এখন সেই টু জি সিম কার্ড টাই কিন্তু আপডেট করে থ্রি জি, তারপর থ্রি জি থেকে ফোর জি করেছি। সেজন্যে আমরা কিন্তু ফেসবুক, ইউটিউব,, ভিডিও কল, আরও নতুন নতুন অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। তাহলে দেখুন আপডেট না করলে কিন্তু এগুলো পাওয়া যেতো না। তাই
আপনার স্মার্টফোন এর কোন এপস, যখনই আপডেট করতে বলবে, আপডেট করে নিবেন। কারণ আপডেট না করলে ফোনের সাথে এপসের সামঞ্জস্যতা থাকে না । সে কারণে ফোন স্লো এবং গরম হতে পারে।
সমাধান ৩
আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি, তারা কিন্তু ফোনের মেমোরি স্টোরেজ ফুল করে রাখি সব সময়। আর ইউটিউব ফেসবুকের যুগ বলে কথা,ভিডিও, অডিও, গান, আরো কতকিছু রাখতে হয় মেমোরি তে। তো,, আমরা কি সবাই জানি, স্মার্টফোন এর ফোন মেমোরি যদি ফুল হয়ে যায় সেক্ষেত্রেও স্মার্টফোন টা স্লো কাজ করতে পারে। এজন্য অপ্রয়োজনীয় যে ফাইল গুলো ফোন মেমোরি তে আছে সেগুলো ডিলিট করে দিন। ফোন মেমোরি সবসময় যথেষ্ট পরিমাণে ফাঁকা রাখুন।
সমাধান ৪
ফোন স্লো হওয়ার আরেকটি কারণ হলো, যদি ফোনে বেশি পরিমাণে এপস ইন্সটল করা থাকে। যত বেশি এপস ইন্সটল করা থাকবে, ফোনের উপর ততো বেশি চাপ পরবে। আর তখনই সমস্যা হয়।
সে কারনে আপনার অ্যান্ড্রয়েড ফোন এ যদি অপ্রয়োজনীয় অ্যাপস বেশি পরিমাণে থেকে থাকে তাহলে সেগুলো আনইন্সটল করে ফেলুন। আবার পরে যদি প্রয়োজন হয়, তখন ইন্সটল করে নিতে পারেন। কারন এই অতিরিক্ত অ্যাপস গুলো কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনের গতি কমিয়ে দিতে পারে ।
সমাধান ৫
আপনার স্মার্টফোন টা যদি অল্পতেই গরম হয়।
তাহলে কিন্তু ফোন টা স্লো কাজ করবে। গরম হওয়ার জন্য, ফোনের ব্যাটারি অনেক সময় দায়ী থাকে।
ব্যাটারি অনেক দিনের পুরনো হলে অনেক সময়ে ফোন স্লো কাজ করে। ফোন অল্পতেই গরম হয়ে যায়। এর থেকে স্মার্টফোনটিকে বাঁচাতে সময় থাকতেই ব্যাটারি বদলাতে হবে। কারন অতিমাত্রায় গরম হয়ে যাওয়ার ফলে যে কোনো মুহূর্তে স্মার্টফোনটি ব্লাস্ট করতে পারে।
যদি আপনার ফোন টা বেশি স্লো হয়ে থাকে তাহলে আপনার স্মার্টফোন টা অবশ্যই ফ্যাক্টরি রিসেট করে নিন।
আশাকরি এই সেটিং গুলো ঠিক মতো করলে আপনার স্মার্টফোন টা কিছুটা হলেও ফাস্ট হবে।
আজ তাহলে এ পর্যন্ত ই,, আবারও আসবো কোন বিষয় নিয়ে, কোন এক সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।
বিঃদ্রঃ- আমার লেখা এবং তথ্য গুলোতে যদি কোন প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে, তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই আপনাদের ভালো লাগা, না লাগা , পরামর্শ এবং আমার ভুল গুলো কমেন্ট করে জানাবেন,, ধন্যবাদ সবাইকে।
,,আল্লাহ হাফেজ,,
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন