সুর্য- বিষয়ে -যাবতীয়- প্রশ্ন উত্তর।




  • প্রশ্নঃ সুর্যের পৃষ্ঠের তাপমাত্রা কত?
উত্তরঃ সুর্যের পৃষ্ঠের  তাপমাত্রা ৫৫০০ থেকে ৬০০০  ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 

  • প্রশ্নঃ সুর্যের কেন্দ্রে তাপমাত্রা কত? 
উত্তরঃ সুর্যের কেন্দ্রে তাপমাত্রা প্রায় ১ কোটি ৩৬ লক্ষ ডিগ্রি সেলসিয়াস। 

  • প্রশ্নঃ সুর্যের আয়তন কত? 
উত্তরঃ  সুর্যের আয়তন প্রায়, ১৩ লাখ পৃথিবীর সমান,, অর্থাৎ পৃথিবী যদি হয় এক কিলোমিটার  তাহলে সুর্য হবে ১৩ লাখ কিলোমিটার। 

  • প্রশ্নঃ প্রতি সেকেন্ডে সুর্যের গতিবেগ কত? 
উত্তরঃ সুর্য ছায়াপথ  এর কেন্দ্রের চতুর্দিকে ৫৪ হাজার আলোকবর্ষ ব্যপি প্রতিনিয়ত ঘুরছে,, সুর্যের গতিবেগ প্রতি সেকেন্ডে ২২০ কিলোমিটার। 

  • প্রশ্নঃ সুর্য প্রতি সেকেন্ডে কত টন হাইড্রোজেন পোড়ায়?৷ 
উত্তরঃ সুর্য প্রতি সেকেন্ডে ৬২ কোটি মেট্রিক টন হাইড্রোজেন পোড়ায়। 

  • প্রশ্নঃ পৃথিবী থেকে সুর্যের দুরত্ব কত। 
উত্তরঃ পৃথিবী থেকে সুর্যের দুরত্ব ১৪.৯৬  কোটি কিলোমিটার। 

  • প্রশ্নঃ সুর্য কত বছরে ছায়াপথের কেন্দ্রের চারিদিকে একবার প্রদক্ষিণ করে? 
উত্তরঃ আমাদের ছায়াপথের কেন্দ্রের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে সুর্যের প্রায় ২৫ কোটি বছর সময় লাগে। 

  • প্রশ্নঃ সুর্য থেকে আলো পৃথিবী পর্যন্ত আসতে কতক্ষণ সময় লাগে। 
উত্তরঃ সুর্য থেকে আলো পৃথিবী পর্যন্ত আসতে সময় লাগে ৮ মিনিট ১৯ সেকেন্ড। 

  • প্রশ্নঃ সুর্যের বয়স কত? 
উত্তরঃ সুর্যের বয়স আনুমানিক ৪৬০ কোটি বছর।



বিঃদ্রঃ- আমার লেখা এবং তথ্য গুলোতে যদি কোন প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে, তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই আপনাদের ভালো লাগা, না লাগা , পরামর্শ এবং আমার ভুল গুলো  কমেন্ট করে জানাবেন,, ধন্যবাদ সবাইকে।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ