পানাম নগর-বিষয়ে যাবতীয়-প্রশ্ন উত্তর।
প্রশ্নঃ পানাম নগর কোথায় অবস্থিত?
উত্তরঃ পানাম নগর বাংলাদেশের নারায়ণগন্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত।
প্রশ্নঃ সোনারগাঁও এর তিনটি প্রাচীন রাজধানীর নাম কি?
উত্তরঃ বড় নগর, পানাম নগর, খাস নগর ,।
প্রশ্নঃ বর্তমানে পানাম নগর এ মোট কতটি ভবন টিকে আছে?
উত্তরঃ বর্তমানে পানাম সিটি তে মোট ৫২ টি ভবন টিকে আছে।
প্রশ্নঃ কত সালে বাংলার সাধীন রাজা ইসা খাঁ সোনারগাঁও কে
বাংলার রাজধানী বানিয়েছিলেন?
উত্তরঃ ১৫ শতকের দিকে।
প্রশ্নঃ পানাম নগর এ কয়টি পুকুর ও খাল আছে?
উত্তরঃ পানাম সিটিতে পানির চাহিদা মেটানোর জন্য মোট ২ টি খাল ও ৫ টি পুকুর আছে এবং প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুপ।
বিঃদ্রঃ- আমার লেখা এবং তথ্য গুলোতে যদি কোন প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে, তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই আপনাদের ভালো লাগা, না লাগা , পরামর্শ এবং আমার ভুল গুলো কমেন্ট করে জানাবেন,, ধন্যবাদ সবাইকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন