পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী,, নীল তিমি,, যাবতীয় প্রশ্ন উত্তর।


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি।? 
উত্তরঃ  নীল তিমি। 

প্রশ্নঃ পুর্নবয়স্ক  নীল তিমির ওজন কত টন হয়ে থাকে? 
উত্তরঃ ১৫০ থেকে ১৮০ টন হয়ে থাকে। 

প্রশ্নঃ প্রাপবয়স্ক নীল তিমি কত মিটার লম্বা হয়? 
উত্তরঃ প্রায় ৩০ মিটার লম্বা হয়। 

প্রশ্নঃ নীল তিমি দিনে কত কিলোগ্রাম খাবার খায়? 
উত্তরঃ এরা দিনে প্রায় ৮ টন খাবার খেতে পারে। 

প্রশ্নঃ নীল তিমির জিভ এর ওজন কত? 
উত্তরঃ প্রায় একটা হাতির  সমান। 

প্রশ্নঃ নীল তিমির হার্টের ওজন কতটা হয়ে থাকে ? 
উত্তরঃ প্রায় একটা জিপ গাড়ির সমান।

বিদ্রঃ- মানুষ মাত্রই ভুল,, প্রিয় পাঠক ,, আমার লেখা এবং তথ্যে যদি কোন  ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ