ষাট গম্বুজ মসজিদ, বিষয়ক যাবতীয় প্রশ্ন উত্তর।
উত্তরঃ বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত।
- প্রশ্নঃ ষাট গম্বুজ মসজিদ এর মোট গম্বুজ এর সংখ্যা কয়টি?
উত্তরঃ মোট গম্বুজ এর সংখ্যা ৮১ টি।
- প্রশ্নঃ ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন কে?
উত্তরঃ ষাট গম্বুজ মসজিদ এ কোন শিলালিপি পাওয়া যায়নি,, মসজিদের চমৎকার নির্মাণ শৈলী দেখে, ধরে নেয়া হয় খান জাহান আলীই মসজিদ টি নির্মাণ করেছেন ।
- প্রশ্নঃ ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করা হয়েছিল কত শতাব্দীতে?
উত্তরঃ যেহেতু মসজিদ টিতে কোন শিলালিপি নেই,, প্রত্নতত্ত্ব বিদদের মতে মসজিদ টি নির্মাণ করা হয়েছিল ১৫ শ শতকের দিকে।
- প্রশ্নঃ ষাট গম্বুজ মসজিদ কত সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য বাহি স্থান হিসেবে সিকৃতি পায়?
উত্তরঃ ১৯৮৫ সালে ইউনেস্কো পুরো বাগেরহাট শহর টাকেই বিশ্ব ঐতিহ্য বাহি স্থান হিসেবে সিকৃতি দেয়।
বিদ্রঃ- আমার লেখা এবং তথ্য গুলোতে যদি কোন প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে, তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই আপনাদের ভালো লাগা, না লাগা , পরামর্শ এবং আমার ভুল গুলো কমেন্ট করে জানাবেন,, ধন্যবাদ সবাইকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন