মোবাইল ফোন,, বিষয়ে যাবতীয় প্রশ্ন উত্তর।


  • প্রশ্নঃ মোবাইল ফোনের বাংলা অর্থ কি?
উত্তরঃ মোবাইল অর্থ হলো, ভ্রাম্যমান বা স্থানান্তর করা যায় এমন কিছু, তাহলে অর্থ হলো ভ্রাম্যমাণ ফোন।

  • প্রশ্নঃ প্রথম মোবাইল ফোন আবিস্কৃত হয়েছিল কত সালে?
উত্তরঃ ১৯৭৩ সালের এপ্রিল মাসে।

  • প্রশ্নঃ প্রথম মোবাইল ফোনের ওজন কত ছিল?
উত্তরঃ প্রথম মোবাইল ফোনের ওজন ছিল প্রায় ২ কেজি।

  • প্রশ্নঃ কত সালে মোবাইল ফোন বানিজ্যিক ভাবে বাজারে আসে?
উত্তরঃ ১৯৮৩ সালে।

  • প্রশ্নঃ প্রথম মোবাইল ফোনের নাম কি ছিল?
উত্তরঃ মোটোরোলা dyna tac 8000x।

  • প্রশ্নঃ বিশ্বে বর্তমানে কত শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করে?
উত্তরঃ প্রায় ৮৭শতাংশ মানুষ।

  • প্রশ্নঃ মোবাইল ফোন আবিস্কার করেন কে?
উত্তরঃ ডক্টর মার্টিন কুপার ও জন ফ্রান্সিস মিচেল কে মোবাইল ফোন আবিস্কারক বলা হয়।।

  • প্রশ্নঃ৷ বাংলাদেশে কত সালে মোবাইল ফোনের যাত্রা শুরু হয়?
উত্তরঃ ১৯৯৩ সালে।

  • প্রশ্নঃ বাংলাদেশের প্রথম মোবাইল ফোন সেবা দানকারী প্রতিষ্ঠান কোনটি?
উত্তরঃ সিটিসেল।



বিদ্রঃ- মানুষ মাত্রই ভুল হয়,, প্রিয় পাঠক ,, আমার লেখা এবং তথ্যে যদি কোন  ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই  কমেন্ট করে জানাবেন ।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ