বিরিশিরি,, বিষয়ে যাবতীয় প্রশ্ন উত্তর।




  • প্রশ্নঃ বিরিশিরি কোথায় অবস্থিত? 
উত্তরঃ বিরিশিরি বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় অবস্থিত। 

  • প্রশ্নঃ বিরিশিরি কিসের জন্য বিখ্যাত? 
উত্তরঃ বিরিশিরির প্রধান আকর্ষণ হলো,চীনা মাটির পাহাড় ও সবুজ রঙের লেকের পানি। 

  • প্রশ্নঃ বিরিশিরি কোন নদীর জন্য বিখ্যাত?  
উত্তরঃ সোমেশ্বরী নদী। 

  • প্রশ্নঃ  বিরিশিরি তে কোন ধর্মের লোকের বসবাস বেশি? 
উত্তরঃ বিরিশিরি তে, মুসলিম রয়েছে শতকরা ৩০ ভাগ, গারোর সংখ্যা ৬০ ভাগ আর বাকি ১০ ভাগ অন্যান্য জাতি। 

  • প্রশ্নঃ কমলা রানী দিঘি কোথায় অবস্থিত? 
উত্তরঃ বিরিশিরি তে অবস্থিত, কমলা রানী দিঘি বাংলাদেশের নামকরা একটি দিঘি।  



বিঃদ্রঃ- আমার লেখা এবং তথ্য গুলোতে যদি কোন প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে, তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই আপনাদের ভালো লাগা, না লাগা , পরামর্শ এবং আমার ভুল গুলো  কমেন্ট করে জানাবেন,, ধন্যবাদ সবাইকে।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ