হাকালুকি হাওর,,,প্রশ্ন উত্তর পর্ব।


  • প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোনটি?

উত্তরঃ হাকালুকি হাওর।

/div>
  • প্রশ্নঃ হাকালুকি হাওর এর আয়তন কত?

উত্তরঃ ১৮,১১৫ হেক্টর।

  • প্রশ্নঃ হাকালুকি হাওর কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ মৌলভীবাজার জেলায় ৭০ শতাংশ এবং সিলেট জেলায় ৩০ শতাংশ।

  • প্রশ্নঃ কয়টি বিল নিয়ে হাকালুকি হাওর 
গঠিত?

উত্তরঃ ছোট বড় মিলিয়ে ২৪০ টি।

  • প্রশ্নঃ হাকালুকি হাওর এর সাথে কয়টি নদীর সংযোগ রয়েছে?

উত্তরঃ ছোট বড় মিলিয়ে ১০ টি।

  • প্রশ্নঃ হাকালুকি হাওর এ কত প্রকার মাছ আছে?

উত্তরঃ ১০৭ প্রকার।



বিদ্রঃ- মানুষ মাত্রই ভুল,, প্রিয় পাঠক ,, আমার লেখা এবং তথ্যে যদি কোন  ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই। 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ