সুন্দরবন,, প্রশ্ন উত্তর পর্ব।
উত্তরঃ সুন্দরবন।
- প্রশ্নঃ বাংলাদেশের কোন কোন জেলায় সুন্দরবন অবস্থিত?
উত্তরঃ সাতক্ষীরা খুলনা ও বাগেরহাট জেলায়।
- প্রশ্নঃ সুন্দরবন এর আয়তন কত?
উত্তরঃ ১০,০০০ বর্গ কিলোমিটার।
- প্রশ্নঃ সুন্দরবন এর কত শতাংশ বাংলাদেশে রয়েছে?
উত্তরঃ ৬০১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে আর বাকি অংশ ভারতে।
- প্রশ্নঃ কত সালে ইউনেস্কো কর্তৃক,, সুন্দরবন বিশ্ব ঐতিহ্য বাহি স্থান হিসেবে সীকৃিতি লাভ করে?
উত্তরঃ ৬ ডিসেম্বর ১৯৯৭ সালে।
- প্রশ্নঃ সুন্দরবন এ মোট কতটি বাঘ ও হরিণ রয়েছে?
উত্তরঃ জরিপ অনুযায়ী,, ১০৬ টি বাঘ,, ও এক থেকে দের লাখ চিত্রা হরিণ রয়েছে।
- প্রশ্নঃ সুন্দরবন এর নামকরণ করা হয়েছিল কি থেকে?
উত্তরঃ বলা হয়ে থাকে,, সুন্দরী গাছ থেকে সুন্দরবন এর নাম হয়েছিল।
বিদ্রঃ- মানুষ মাত্রই ভুল,, প্রিয় পাঠক ,, আমার লেখা এবং তথ্যে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন