চলন বিল,, প্রশ্ন উত্তর পর্ব।
- প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি?
উত্তরঃ চলন বিল।
- প্রশ্নঃ চলন বিল কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ সিরাজগঞ্জ, পাবনা, নাটোর।
- li>প্রশ্নঃ চলন বিল কয়টি নদীর সাথে সম্পৃক্ত?
উত্তরঃ ৪৭ টি।
- প্রশ্নঃ চলন বিল এর আয়তন কত?
উত্তরঃ ২০৭২ বর্গ কিলোমিটার।
- প্রশ্নঃ চলন বিল এর গড় গভীরতা কত?
উত্তরঃ ৬.৬ ফুট।
বিদ্রঃ- মানুষ মাত্রই ভুল,, প্রিয় পাঠক ,, আমার লেখা এবং তথ্যে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন