বাংলাদেশের সবচেয়ে বড় দিঘি রামসাগর,, প্রশ্ন উত্তর পর্ব।


  • প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় দিঘি কোনটি?
উত্তরঃ রামসাগর দিঘি ( দিনাজপুর)
  • প্রশ্নঃ রামসাগর এর আয়তন কত?
উত্তরঃ দৈর্ঘ্য ১০৩১ মিটার ও প্রস্থ ৩৬৪ মিটার।

  • প্রশ্নঃ রামসাগর এর গভিরতা কত?

উত্তরঃ গড় গভীরতা ১০ মিটার।

  • প্রশ্নঃ রামসাগর খনন করে ছিলেন কে?

উত্তরঃ রাজা রামনাথ।

  • প্রশ্নঃ রামসাগর কত সালে খনন করা হয়েছিল?

উত্তরঃ ১৭৫০-১৭৫৫ খ্রিস্টাব্দ।

  • প্রশ্নঃ রামসাগর দিঘি খনন করতে কত টাকা ব্যয় হয়েছিল?
উত্তরঃ তৎকালীন সময়ের প্রায় ৩০,০০০ টাকা খরচ হয়েছিল।



বিঃদ্রঃ- আমার লেখা এবং তথ্য গুলোতে যদি কোন প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে, তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই আপনাদের ভালো লাগা, না লাগা , পরামর্শ এবং আমার ভুল গুলো  কমেন্ট করে জানাবেন,, ধন্যবাদ সবাইকে।

মন্তব্যসমূহ

  1. ভাইজান আপনি কি নোভা মেডিকেল সেন্টারে মেডিকেল করিয়েছিলেন?

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ