স্মার্টফোন স্লো এবং গরম হওয়ার সমাধান।
আসসালামু আলাইকুম আজকের বিষয় স্মার্টফোন স্লো , হ্যাং এবং গরম হয় কেন ও এর প্রতিকার কি। বর্তমানে স্মার্টফোন এর যুগে, যখন সবার হাতে হাতে স্মার্টফোন , তখন অনেক নামি দামি কোম্পানির স্মার্টফোনেও কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দেয়। এর মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যা টি হয়ে থাকে সেটা হলো, ফোন স্লো কাজ করা,হ্যাং করা এবং ফোন গরম হয়ে যাওয়া। চলুন জেনে নেয়া যাক, এই সমস্যা গুলোর কয়েকটি সমাধান। সমাধান ১ স্মার্টফোন স্লো কাজ করার জন্য যে সিস্টেম টা বেশি দায়ী সেটা হলো, স্মার্টফোন এর অপারেটিং সিস্টেম। আপনার স্মার্টফোন এর অপারেটিং সিস্টেম যদি আপডেট না থাকে, তাহলে কিন্তু ফোন টা স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অপারেটিং সিস্টেম আপডেট এলেই সঙ্গে সঙ্গে আপডেট করে নিবেন। সমাধান ২ আমাদের সবার স্মার্টফোনেই কিন্তু মাঝে মধ্যে কিছু এপসে প্রবেশ করলে, এপসের পক্ষ থেকে অটোমেটিক ভাবে জানিয়ে দেয় যে,এপস টা কে আপডেট করে নিতে হবে। এর মানে হলো, এপস টাতে নতুন কিছু সংযোজন করা হয়েছে। যেমন, আমরা সবাই আগে যে, টু জি সিম কার্ড টা দিয়ে শুধু অডিও কল আর টেক্সট মেসেজ করতে পারতাম। এখন সেই টু জি সিম কার্ড টাই কিন্তু আপডেট করে থ্...